Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ধর্ষিতা শিশুর চিকিৎসায় উপজেলা পরিষদের আর্থিক অনুদান
Sahrasti-2

ধর্ষিতা শিশুর চিকিৎসায় উপজেলা পরিষদের আর্থিক অনুদান

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষিত শিশুর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুুপুরে উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে শিশুটির চিকিৎসার জন্য এ অনুদানের চেক তুলে দেন।

এর পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাত্ত্বলা মিয়াজী বাড়ি তালিমূল কোরআন নূরানী মাদ্রাসা (ঘটনাস্থল) এলাকা পরিদর্শন করেন।

ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ মারুফ উপস্থিত এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা নেক্কারজনক। ভবিষ্যতে এরুপ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদ্রাসায় কোন শিক্ষক নিয়োগ দিতে হলে তা সার্বিক খোঁজখবর ও সনাক্তকারী নিশ্চিত করে নিয়োগ দিতে হবে। আমরা শিশুটির পাশে রয়েছি, প্রশাসনিক ভাবে পরিবারটি জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

ওই সময় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর বিকাশ মজুমদারসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেক- মোঃ মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ ১০: ৩০ পিএম, ৪ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply