Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / দোকানপাট বন্ধ রাস্তা ফাঁকা : উপজেলা প্রশাসনের জরুরি সভা
দোকানপাট বন্ধ

দোকানপাট বন্ধ রাস্তা ফাঁকা : উপজেলা প্রশাসনের জরুরি সভা

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে সরকারের নির্দেশনায় বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতায় দোকানপাট বন্ধ শাহরাস্তি পৌরসভার প্রাণকেন্দ্র মেহের কালীবাড়ি ঠাকুর বাজার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা সহ উপজেলার বিভিন্ন বাজার, মহামারী করোনা ভাউরাস প্রতিরোধে, উপজেলা লকডাউন। ২৫ মার্চ বুধবার থেকে জনস্বার্থে সরকারের ঘোষনা বাস্তবায়ন করতে সকাল থেকে প্রশাসনের ব্যাপক তৎপরতায় হাট-বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।

মানুষের চলাচল একেবারেই সিমিত। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যানবাহনও সিমিত চলাচল করছে। হাট-বাজার গুলোতে সরকারের নির্দেশনা মোতাবেক ঔষুধ, কাছা-মালামাল ও নিত্যপণ্যের দোকানপাট খোলা রয়েছে।

‘মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয়, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিষ্কার করুন যেখানে সেখানে কফ, থুথু ফেলবেন না। হাত দিয়ে নাক মুখ চোখ স্পর্শ থেকে বিরত থাকুন হাসি কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে ফেলুন।’ এসব বাক্যে প্রচারণাও অব্যাহত রয়েছে।

এদিকে উপজেলা নোবেল করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ মার্চ বুধবার পৌরসভার আয়োজনে পৌরসভা সভাকক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, মোহাম্মদ মনিরুল ইসলাম, নূর মোহাম্মদ মোল্লা, মকবুল আহমেদ, সাহাব উদ্দিন, আবদুল কুদ্দুস রানা, শফিউল্লাহ মিয়াজী, মোহাম্মদ হোসেন, নাজির হোসেন পাটোয়ারী, পহলাদ চন্দ্র দে তুশার চৌধুরি রাসেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার নাহার, সকিনা বেগম, মমতাজ বেগম, রাবেয়া বেগম, সচিব শেখ তোফায়েল আহমেদ সহ সংশ্লিষ্ট করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। জরুরী সভা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক : মোহাম্মদ জামাল হোসেন