Home / খেলাধুলা / ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় তদন্তের মুখোমুখি মালিঙ্গা
ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় তদন্তের মুখোমুখি মালিঙ্গা

ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় তদন্তের মুখোমুখি মালিঙ্গা

ভালো ঝামেলাতেই পড়তে যাচ্ছেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ক্রীড়ামন্ত্রীকে বানর বলায় তার বিরুদ্ধে হবে এবার তদন্তে নেমেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বোর্ডের সঙ্গে চুক্তির ধারা বারবার লঙ্ঘনের কারণে মালিঙ্গার বিরুদ্ধে ‘শাস্তিমূলক অনুসন্ধানের’ সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, বোর্ডের প্রধান নির্বাহীর অনুমতি ছাড়াই ৩৩ বছর বয়সী মালিঙ্গা গণমাধ্যমে এমন কিছু কথা বলেছেন যাতে, তার ‘চুক্তির ধারা লঙ্ঘন’ হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কা দলের কড়া সমালোচনা করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা।

তিনি বলেছিলেন, ‘বেশির ভাগ শ্রীলঙ্কার ক্রিকেটারের শরীরে ২৫ শতাংশের বেশি রয়েছে মেদ। আইপিএলে মাত্র চার ওভার বোলিং করে অনেক টাকা পাওয়া যায় বলে কোনো কোনো খেলোয়াড় শুধু অতটুকু ফিটনেসই ধরে রাখার ব্যাপারে আগ্রহী। জাতীয় দলের স্বার্থ তাদের কাছে মুখ্য নয়।’

ক্রীড়ামন্ত্রীর এমন বক্তব্যের পর লাসিথ মালিঙ্গা ছোড়েন বাউন্সার, ‘এ যেন টিয়াপাখির বাসায় ঢুকে পড়েছে এক বানর। কেবল তাই নয়, সেই বাসাটার সমালোচনাও করছে।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পিএম, ২৭ জুন ২০১৭, মঙ্গলবার strong>
এইউ

Leave a Reply