Home / চাঁদপুর / জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি নিয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন
জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি নিয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি নিয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি সফল করতে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাকের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী।

এসময় চাঁদপুর প্রেসক্লাকের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান তার বক্তবে উল্লেখ করেন, ‘মৎস্য সপ্তাহ সফল করার লক্ষ্যে কর্মসূচিগুলো সফল করতে চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।’

তিনি উল্লেখ করেন সপ্তাহব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জুলাই মঙ্গলবার চাঁদুপরে মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সংবাদ সম্মেলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও পোনামাছ অবমুক্তকরণ।

২০ জুলাই বুধবার চাঁদুপরে মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা।

২১ জুলাই বৃহস্পতিবার জুলাই চাঁদপুর লঞ্চঘাটে মৎস্য বিভাগে সরকারে অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন।

২২ জুলাই শুক্রবার শহরের বিপানীবাগ বাজারে মাছে ফরমালিন ও অন্যান্য অপদ্রব্য মিশ্রণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা।

২৩ জুলাই শনিবার রামপুর কামরাঙা স্কুল এন্ড কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র পদর্শন।

২৪ জুলাই রোববার হানারচর ইউনিয়ন পরিষদে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা।

২৫ জুলাই সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ-এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান।

জতীয় মৎস্য সপ্তাহ সফল করার জন্য জেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি নিয়ে চাঁদপুরে সংবাদ সম্মেলন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply