Home / চাঁদপুর / চান্দ্রা ইউনিয়নে বিশেষ বরাদ্দের চাল বিতরণে অনিয়ম
erw

চান্দ্রা ইউনিয়নে বিশেষ বরাদ্দের চাল বিতরণে অনিয়ম

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদে প্রাধনমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব ও অসহায়দের জন্য ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু এসব চাল ১০ কেজি করে দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে সাড়ে ৭ কেজি করে।

বৃহস্পতিবার (১৪ জুন) ভোর থেকে এই ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের পূর্বে থেকে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা করা এবং চেয়ারম্যানের স্বাক্ষরিত টিকিট নিয়ে লোকজন চাল নিতে আসেন। সকাল ১০টার দিকে ওই উনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় বিশৃঙখলা।

চাল নিতে আসা লোকজন আক্ষেপ করে বলেন, রোজার দিনেও চেয়ারম্যানের চাল চুরি বন্ধ হয়নি। সাংবাদিকদের দেখে অনেক লোকজনই এগিয়ে আসেন। এরপর পরিষদের পূর্বপাশের মার্কেটের মুদি দোকানে প্রায় ৫ থেকে ৬জন ব্যাক্তি তাদের প্রাপ্ত চাল ওজন দিয়ে সাড়ে ৭ কেজি করে পান।

সরকারি নিয়মানুযায়ী চাল কেন কম দেয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাননি এবং লোকজন আক্ষেপ নিয়ে বাড়িতে চলে যান।

এ বিষয়ে কথা বলার জন্য ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারীর সাথে কথা বলার জন্য চেষ্টা করেও সম্ভব হয়নি।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- চাঁদপুরের পৌনে ৩ লাখ পরিবারের জন্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট

Leave a Reply