Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি কলেজ মাঠের ইসলামী সম্মেলন বন্ধ ঘোষণা
Chandpur Govt college...
চাঁদপুর সরকারি কলেজ মাঠ

চাঁদপুর সরকারি কলেজ মাঠের ইসলামী সম্মেলন বন্ধ ঘোষণা

চাঁদপুর সদর মডেল থানার মৌখিক নির্দেশে চাঁদপুর সরকারি কলেজ মাঠের বাৎসরিক ইসলামী সম্মেলন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১৮ নভেম্বর) বিপণীবাগ বাজার কমিটি তথা মাহফিল পরিচালনা কমিটির এক নোটিশে এ ঘোষণা দেয়া হয়।

মাহফিল পরিচালনার অন্যতম সমন্বয়ক চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাও. নিজামুল হক বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নির্বাচন কমিশন যেহেতু তফসিল ঘোষণা করেছে। এ সময়ে সভা সমাবেশ নিষেধাজ্ঞা রয়েছে। সে হিসেবে মডেল থানার মৌখিক নির্দেশে মাহফিল পরিচালনা কমিটি এ বছর বিপণীভাগের ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটি আগামি ২১, ২২ ও ২৩ নভেম্বর তিন দিনব্যাপি হওয়ার কথা ছিলো। নির্বাচন শেষে নতুন তারিখ ঘোষণা দেয়া হবে।

সূত্র জানায় শনিবার (১৭ নভেম্বর) সম্মেলন পরিচালনা কমিটির সহ-সভাপতি চান মিয়া মাল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে নির্বাচনের তফসিলের কারণে মৌখিকভাবে মাহফিল বন্ধ রাখার নির্দেশ দেন।

মাহফিলের ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা শেষে হঠাৎ বন্ধের ঘোষণা মুসল্লিদিরেকে জানানোর বিষয়ে মাও. নিজামুল জানান, ‘ এ বিষয়ে আমরা মুসল্লিদেরকে জানানোর উদ্দেশ্যে শহরে মাইকিং করেছি স্থানীয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানোর বিষয়টিও প্রক্রিয়াধিন রয়েছে।’

নির্বাচন শেষে নতুন তারিখে এ ঐতিহাসিক ইসলামি সম্মেলন করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিগত ৩২ বছর যাবত তিন দিনব্যাপি বিপণীবাগ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ইসলামি মহাসম্মেলন হয়ে আসছে। এ বছর ছিলো ৩২তম আয়োজন। দেশবরেণ্য অনেক মুফাসসির ও মুহাদ্দিসগণ এতে আলোচনা পেশ করে থাকেন।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১৮ নভেম্বর, ২০১৮

Leave a Reply