Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নবান্ন উৎসবে র‌্যালি ও আলোচনা সভা
Nobanno kachua

কচুয়ায় নবান্ন উৎসবে র‌্যালি ও আলোচনা সভা

“নতুন ধানের ঘ্রান আসে যদি তবে, এসো ভাই মাতি আজ নবান্ন উৎসবে” এই শ্লোগানে গ্রাম কচুয়ায় দিন ব্যাপি নবান্ন উৎসবের বর্ণাঢ্য র‌্যালি, পিঠা প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সার্বিক আয়োজনে বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপন দে, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূইয়া এলএলবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান প্রমুখ।

পরে নবান্ন উৎসবে অংশগ্রহনকারী ১০টি স্টলের মধ্যে সেরা ৩টি স্টলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ১১ : ৬৯ পিএম, ১৫ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply