Home / চাঁদপুর / চাঁদপুরে ইউপি সচিব ও উদ্যোক্তাদের এমআইএস প্রশিক্ষণ
চাঁদপুরে ইউপি সচিব ও উদ্যোক্তাদের এমআইএস প্রশিক্ষণ

চাঁদপুরে ইউপি সচিব ও উদ্যোক্তাদের এমআইএস প্রশিক্ষণ

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্টের আওতায় ইউনিয়ন পরিষদ সচিব ও উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর ওপর ৩ দিনব্যাপি এ প্রশিক্ষণ রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় সার্কিট হাউজে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রসাশক আব্দুস সবুর মন্ডল।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। জনগণ জনসেবা পায় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। পরিষদের কাজ সুচারুরূপে সম্পন্ন করতে হলে প্রত্যেককে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে ম্যানুয়েল পদ্ধতি বাদ দিয়ে ডিজিটালাইজড পদ্ধতিতে এমআইএস সিস্টেমে পরিষদের সকল কাজ অতি সহজেই সম্পন্ন করা যাবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা নি¤œমধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই এদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ২০৪১ সালের আগে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও প্রশিক্ষক এস. এম শাহরিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রুপসা (উত্তর) ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ সিদ্দিকুর রহমান মীর, সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের উদ্যোক্তা রুবেল আহমেদ
প্রশিক্ষক হিসেবে ছিলেন হাজীগঞ্জ উপজেলার সহকারী পোগ্রামা পার্থ প্রতিম ঘোষ, বালিয়া ইউনিয়নের এস এম কুদ্দুস রোকন ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন হাইমচর উপজেলার আলগী দূর্গাপুর ইউপি সচিব আজহারুল ইসলাম, গীতা পাঠ করেন স্থানীয় সরকার বিভাগের অফিস সহকারী অজিৎ সরকার ।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে চাঁদপুর জেলার ৮ উপজেলার ইউনিয়ন পরিষদের সচিব, ও উদ্যোক্তাদের ১১টি গ্রুপে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি গ্রুপে ৮ জন সচিব ও ১৬ জন উদ্যোক্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করে ইতিমধ্যে দুটি গ্রুপে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

চাঁদপুরে ইউপি সচিব ও উদ্যোক্তাদের এমআইএস প্রশিক্ষণ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply