Home / চাঁদপুর / শহীদ রাজুর মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে রাজু ভাস্কর্য উন্মোচন
raju SCULPUTURE

শহীদ রাজুর মৃত্যুবার্ষিকীতে চাঁদপুরে রাজু ভাস্কর্য উন্মোচন

স্বৈরাচার বিরোধী ৯০ গণঅভ্যূথানে শহীদ রাজুর মৃত্যু বাষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) শহীদ রাজুর মৃত্যু বাষিকী উপলক্ষে রাজু চত্তরে ভাস্কর্য উন্মোচন, কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

সকালে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতীক ব্যাক্তিবগ শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারের পাশে শায়িত শহীদ জিয়াউর রহমান পাটোয়ারী রাজুর সমাধিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এরপর সকাল সাড়ে ৯টায় চিত্রলেখার মোড়ে রাজু চত্ত্বেরের উন্মোচন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা জাকিরসহ আরো অনেকে।
এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ গণঅভ্যূথানে নিহত শহীদ জিয়াউর রহমান রাজুর ২৮তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি এমপি।

১৯৯০ সালের ৩রা ডিসেম্বরর এই দিনে চাঁদপুর কলেজ ছাত্র শহীদ জিয়াউর রহমান রাজু স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। তাঁর প্রতি শদ্ধা জানিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এইচ এম দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরন দাশ, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ওয়াহিদুর রহমান।

এছারা আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সদস্য আয়ুব আলী বেপারী, দেলোয়ার হোসেন সরকার, জেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহব্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলনসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply