Home / আবহাওয়া / উপকূলের ১৬ জেলায় ৫৪ হাজার ৪৮৯ পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত

উপকূলের ১৬ জেলায় ৫৪ হাজার ৪৮৯ পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় মোরা’য় উপকূলের ১৬ জেলার ৩১টি উপজেলায় মোট ৫৪ হাজার ৪৮৯ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছে দুই লাখ ৮৬ হাজার ২৪৫ জন।

বুধবার (৩১ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

গোলাম মোস্তফা বলেন, ‘মোরায় এ পর্যন্ত মারা গেছেন ছয়জন। এর মধ্যে কক্সবাজারে চার এবং রাঙামাটিতে দুইজন রয়েছেন। ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ১৯ হাজার ৯২৯টি। আংশিক ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩৯ হাজার ৫৯৯।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার।

মোরায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ টাকা, ১৭০০ মেট্রিক টন চাল, ৩০০ বান্ডেল টিন এবং প্রতি বান্ডেল টিনের জন্য ৩০০ টাকা হিসেবে মোট ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ২২ পিএম, ৩১ মে ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply