Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ৮ কেন্দ্রে ধানের শীষে কোনো ভোট পড়েনি
চাঁদপুর জেলা বিএনপির

মতলবে ৮ কেন্দ্রে ধানের শীষে কোনো ভোট পড়েনি

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ৮ট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে কোনো ভোট পড়েনি।

মতলব উত্তর-দক্ষিণ উপজেলায় ১৫৪টি কেন্দ্রের মধ্যে ১৪৬টি কেন্দ্রে ধানের শীষের সর্বমোট ১০ হাজার ২৭৭ ভোট পড়লেও ৮টি কেন্দ্রে ধানের শীষের কোন ভোট পড়েনি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

যে সকল কেন্দ্রগুলোর মধ্যে ধানের শীষের ভোট পড়েনি সেগুলো হচ্ছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রাড়িকান্দি মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা কেন্দ্র, ফৈলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১৪২নং মেহেরন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও উপাদী উত্তর ইউনিয়নের ১৭১নং উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (নীচতলা) কেন্দ্র। ভোট পাওয়া ১৪৬টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১৫৭নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এ কেন্দ্রে ধানের শীষের প্রাপ্ত ভোট ৪০২টি। ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন বিএনপি ও ঐক্যজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক
২ জানুয়ারি,২০১৯

Leave a Reply