Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা
কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা

কচুয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা

‎Tuesday, ‎26 ‎May, ‎2015   6:53:20 PM

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) :

চাঁদপুরের কচুয়ার পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর রুলাল ফ্রেন্ডস ইমপ্রুভমেন্ট (অর্পি) বাল্য বিবাহ প্রতিরোধে এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও অর্পির পরিচালক শাহাজাহানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মেছবাহুল ইসলাম লতিফী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন-রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ও অর্পির সভাপতি হুমায়ূন কবির।

এর আগে সকালে বাল্য বিবাহ প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিক্ষার্থীও সর্বস্তরের সাধারন মানুষ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না