Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ড্রেজারে বালু উত্তোলন : হুমকির মুখে নিরীহ পরিবারের বসতবাড়ি
কচুয়ায় ড্রেজারে বালু উত্তোলন : হুমকির মুখে নিরীহ পরিবারের বসতবাড়ি

কচুয়ায় ড্রেজারে বালু উত্তোলন : হুমকির মুখে নিরীহ পরিবারের বসতবাড়ি

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহেদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে দিঘিতে ড্রেজারে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে এক নিরীহ পরিবারের বসতবাড়ি। যে কোনো সময় বাড়িটি ভেঙ্গে গিয়ে দিঘিতে বিলিন হওয়ার আশংকা করছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ সেংগুয়া গ্রামের মৃত- হাফিজ আলীর ৪ মেয়ে জাহানারা, শাহানারা, ফজিলত বেগম ও আমেনা বেগম চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মানুষের বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে, কষ্টার্জিত অর্থ দিয়ে একই গ্রামের জুনাব আলীর কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। বছর দু’য়েক ধরে জাহানারা বেগমের জায়গা সংলগ্ন দিঘিতে জুনাব আলী একই গ্রামের আঃ হালিমের নিকট বালি বিক্রি করে। আঃ হালিম ওই স্থানে ড্রেজার বসিয়ে বিভিন্ন স্থানে বালি বিক্রি করে ফলে জাহানারা বেগমের ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। এ ব্যাপারে সেঙ্গুয়া গ্রামের আয়েত আলী মিয়ার পুত্র আঃ হালিম জানান, জাহানারা বেগমের ভেঙ্গে যাওয়া জায়াগার অংশে মাটি ভরাট করে দেব।

কচুয়া করেসপন্ডেন্ট || আপডেট: ০৯:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর