Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবতীর উপর হামলা : বাড়িঘর ভাংচুর
কচুয়ায় গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবতীর উপর হামলা : বাড়িঘর ভাংচুর

কচুয়ায় গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবতীর উপর হামলা : বাড়িঘর ভাংচুর

চাঁদপুর জেলার কচুয়ায় গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবতীকে মারধর করেছে বখাটে পক্ষের লোকজন। রোববার সকালে উপজেলার আয়মা গ্রামে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে। বখাটেদের হামলায় আহত যুবতী রুনা আক্তার (১৯) কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়ি নেয়া হয়েছে।

উপজেলার আয়মা গ্রামের নিরীহ হতদরিদ্র আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া বেগম জানান, শনিবার রাতে একই গ্রামের ফজর আলী তাদের গৃহের পাশে গাঁজা সেবন করছিল। এসময় সে গাঁজা সেবনের গন্ধ পেয়ে সুফিয়া বেগম তাকে এখান থেকে চলে যেতে বলে। এক পর্যায়ে ফজর আলী ক্ষিপ্ত হয়ে পর দিন সকালে তাদের গৃহে ইট পাটকেল মেরে আঃ মালেকের গৃহের দরজা জানালা ভাংচুর করে।

এতে এগিয়ে আসলে তার মেয়ে রুনা আক্তারকে ফজর আলী, আব্দুল বারেক, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের চেষ্টা চলছে।

কচুয়া করেসপন্ডেন্ট|| আপডেট: ০৯:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর