Home / উপজেলা সংবাদ / কচুয়ায় জোরপূর্বক বসত বাড়ীতে হামলা, ভাংচুর করে দখলের অভিযোগ

কচুয়ায় জোরপূর্বক বসত বাড়ীতে হামলা, ভাংচুর করে দখলের অভিযোগ

চাঁদপুর টাইমস, কচুয়া করেসপন্ডেন্ট: আপডেট- ১১:৫৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

কচুয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের নিরীহ এক পরিবারের বাড়ীতে হামলা, ভাংচুর ও জোরপূর্বক দখল করে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রসুলপুর গ্রামের মিজানুর রহমানের বাড়ী ঘর ভাংচুর করে প্রতিপক্ষ অহিদ মিয়া জোর পূর্বক ঘর উত্তোলন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভোক্তভুগী গৃহকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ১৪৪নং খতিয়ানে মাছিমপুর মৌজায় ৩৫০নং দাগে রসুলপুর গ্রামে প্রায় ৮শতাংশ সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক হয়ে গত কয়েক বছর থেকে বাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। কিছুদিন আগে ওই ভূমি ক্রয়সূত্রে মালিক দাবি করে পার্শ্ববর্তী আকানিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র অহিদ মিয়া আরো লোকজন নিয়ে শনিবার আমার বাড়ী ঘর ভাংচুর করে সেখানে জোর পূর্বক দোচালা টিনের ঘর উত্তোলন করে।

এ ঘটনায় কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে অভিযুৃক্ত অহিদ মিয়ার বক্তব্য জানতে তার মোবাইলে বার বার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।