Home / উপজেলা সংবাদ / কচুয়ায় অতিবৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি : ভালো নেই কৃষকরা
কচুয়ায় অতিবৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি : ভালো নেই কৃষকরা

কচুয়ায় অতিবৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি : ভালো নেই কৃষকরা

কচুয়ায় অতি বৃষ্টির ফলে আলুর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে অতি বৃষ্টি হওয়ায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আলুর ফসলি জমিতে হাটু পানি আটকে যায়। আর মাত্র দু’চার দিনের মধ্যে কৃষান-কৃষানীরা তাদের কাংঙ্খিত আলুর ফলন ঘরে তুলার কথা থাকলেও তা ভেসে যায় অতি বৃষ্টিতে। মুন্সিগঞ্জের বিক্রমপুরের পর কচুয়াকে আলু ফলনে বিখ্যাত বলে স্থানীয় ভাবে জনশ্র“তি রয়েছে।

সরেজমিনে বুধবার কচুয়া উপজেলার উত্তরাঞ্চলের বায়েক, শুয়ারুল, বারৈয়ারা, বুধুন্ডা, মাঝিগাছা, হরিপুর, শিলাস্তান, তেগুরিয়া, বিতারা, জলাবিতারা, তেতৈয়া, সেঙ্গুয়া, নন্দনপুর, মালঁেচায়াসহ বেশ কিছু গ্রামে কৃষকদের মাঝে হাহাকার দেখা যায়। অতি বৃষ্টি হওয়ায় কৃষান কৃষানীরা জমিতে আটকে পড়া পানি বিভিন্ন ভাবে সরানোর চেষ্টা করছে। কেউ কেউ পানির মেশিন বসিয়ে, বালতি, পাতিল দিয়ে পানি অন্যত্রে সরাতে দেখা যায়। আবার কেউ কেউ জমির মাঝামাঝি দিক দিয়ে মাটি কেটে পানি সরানোর চেষ্টা করছে।

কৃষকদের অভিযোগ ফসলি জমি সংলগ্ন খালগুলো প্রভাবশালীরা ভরাট করে ফেলায় এবং কোথাও কোথাও খালগুলো সংস্কার না করা, খালে বেঁধে মৎস্য চাষ করায় একটু বৃষ্টি হলেই তা জমিতে আটকে যায়। এর ফলেই আলুর ফলন নষ্ট হয়। কৃষকরা জানিয়েছে, দু’চার দিনের মধ্যেই তারা তাদের কাংঙ্খিত আলুর ফলন ঘরে তুলে নেয়ার প্রস্তুতি ও চলছিল তাদের।

অভয়পাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক- কামাল হোসেন, আলম, শাহআলম, জামালসহ বেশ কিছু কৃষক জানান, বছরের শুরুতে অনেক কষ্ট করে সার, কিটনাশক, ফলন আবাদ কার্যক্রম প্রক্রিয়া শেষ করে সোনার ফলন আলু ঘরে তোলা হলো না। বৃষ্টি কেড়ে নিল আলুর ফসল। তারা জানান, এমনিভাবে বিভিন্ন কৃষকের শ’শ একর ফসলি জমির আলুর ফলন নষ্ট হয়। কয়েক কোটি টাকার লোকসান গুনতে হতে তাদের। এসব ক্ষতি পুশিয়ে ওঠতে সরকার ও সংশি¬ষ্ট প্রশাসনের সহযোগীতা কামনা করছে ভোক্তভোগী কৃষকরা। কেউ কেউ বিভিন্ন এনজিও সংস্থা, ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব আলুর চাষ করে।বর্তমানে বৃষ্টিতে আলুর ফলন নষ্ট হওয়ায় ও ঋণ পরিশোধের চিন্তায় ভালো নেই তারা।

এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ রাকিবুল হাসান চাঁদপুর টাইমসকে জানান, কচুয়ায় এ বছর প্রায় ৩ হাজার ৮’শ ৮০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তন্মধ্যে জানামতে অর্ধেকের ও বেশি জমির আলুর ফলন গৃহে তুলা হয়েছে। মঙ্গলবারের অতি বৃষ্টির ফলে অনেক কৃষকের আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে আলু ক্ষতিগ্রস্ত হয়েছে এমন চাষীদের নামের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৯:৩৪ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার

এমআরআর