Home / উপজেলা সংবাদ / কচুয়ার কাদলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়সভা
কচুয়ার কাদলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়সভা

কচুয়ার কাদলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়সভা

জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০১৫, বুধবার

সিনিয়র এএসপি হাজীগঞ্জ সার্কেল মোঃ আঃ হানিফ বলেছেন, “পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা মিলেকাজ করলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। পুুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে সাধারণ মানুষকে অপরাধ থেকে বিরত থাকতে সচেতন করতে হবে, তাদের মধ্যে চেতনাবোধ জাগ্রত করতে হবে। এ মাস শোকের মাস, বঙ্গবন্ধু চেয়েছিলেন সকল মানুষের সমান ক্ষমাতায়ন। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের সাবেক সুযোগ্য এসপি বর্তমান আইজিপি মহোদয় কমিউনিটি পুলিশিং কমিটির যাত্রা শুরু করেন। আজ সারা দেশে কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে।”

তিনি আরো বলেন, “এ ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু একজন সুযোগ্য অভিভাবক হিসেবে পুরো না হলেও অনেকটা অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে এনেছেন।”

তিনি বুধবার দুপুরে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাদলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আলী আশরাফ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুফ গাজীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, যুদ্ধকালীন কমান্ডার আঃ রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণ ধন দে।

বক্তব্য রাখেন কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আবদুল হালিম মাস্টার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মুক্তার খান, ইউপি সদস্য কোহিনুর বেগম, বোরহান উদ্দিন প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫