Home / উপজেলা সংবাদ / এ বিজয় মতলব পৌরবাসীর : মায়া
এ বিজয় মতলব পৌরবাসীর : মায়া

এ বিজয় মতলব পৌরবাসীর : মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, এ বিজয় মতলব পৌরবাসীর। মতলব পৌরসভাকে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো। মতলব পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি সকলকে ধন্যবাদ জানাই। পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নেতৃত্বে মতলব পৌরসভার উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। এ পৌরসভার উন্নয়নের জন্যে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

৩১ ডিসেম্বর মতলব উত্তরের মোহনপুরে বেলা ১১টায় মন্ত্রীর বাসভবনে পৌরসভার ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার ঘোষসহ আওয়ামী লীগ সমর্থিত সকল কাউন্সিলর মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথাগুলো বলেন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শংকর রাও নাগ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গণেশ ভৌমিক ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন মৃধা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার ঘোষ। উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা রাধে শ্যাম সাহা চান্দু, অর্থ বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জগন্নাথ মন্দির উৎসব কমিটির আহ্বায়ক নরেশ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় সাহা, বিপ্লব সরকারসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে নবনির্বাচিত কাউন্সিলর কিশোর কুমার ঘোষ ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে গত ৩০ ডিসেম্বর রাতে মতলব পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন মোহনপুরস্থ মন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৩৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর