Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জাটকা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নৌ-পুলিশ আহত
উপজেলা নির্বাহী কর্মকর্তা
হাইমচরে অভিযানে আটক জেলেদের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়।

হাইমচরে জাটকা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নৌ-পুলিশ আহত

চাঁদপুর হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নে চর এলাটমেন্ট গ্রামে ইলিশ মাছ রাহির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান করলে জাল ও প্রায় ৩০/৪০ মন জব্দ করে। মাছ জব্দ সংবাদ জেলে পাড়ায় ছড়িয়ে পড়লে জেলেরা দলবদ্ধ হয়ে নির্বাহী অফিসার উপর হামলা চালায়। ইলিশ মাছ ফেলে চলে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে।

৭ মার্চ শনিবার হাইমচর উপজেলার মেঘনায় জাটকা রক্ষা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেরদৌস বেগমের নেতৃত্বে অভিযানে গেলে এ ঘটনাটি ঘটে।

হাইমচরের ১২ তহবিলে প্রতিদিন কজন ইউপি মেম্বার সুলতান আড়ৎতে ইলিশ ক্রয় বিক্রির করে গুচ্ছ গ্রামে মজুদ করে রাতে পাচার করেন। হাইমচর ইউনিয়নের শত শত মহিলা পুরুষ দা, বাশ ইট পাটকে নিয়ে দাওয়া করে। সেখান থেকে পালিয়ে আসার সময় স্থানীয় লোকজন আক্রমণ করেন। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য অফিসার সুদীপ ভট্টাচার্য, নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবদুল জলিল, এসআই শফি উল্লা।

মো.ইসমাঈল,৮ মার্চ ২০২০