Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে মায়া চৌধুরীর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ
ঈদ বস্ত্র

মতলব উত্তরে মায়া চৌধুরীর পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন ও উপজেলার কয়েকটি ইউনিয়নে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,ঢাকা মহাগর দক্ষিণ আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির পক্ষ থেকে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি (ঈদবস্ত্র) বিতরণ করা হয়েছে।

১২ মে বুধবার সকালে মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসান মোর্শেদ আহার চৌধুরীর ও তার পরিবারের পক্ষ থেকে এসব শাড়ি ও লুঙ্গি (ঈদ বস্ত্র) বিতরণ করা হয়।

হাসান মোর্শেদ আহার চৌধুরী বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের সন্নিকটে। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় মানুষ ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। সেজন্য তাদের মুখে হাসি থাকে না।

তাই সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আধুনিক মতলবের রুপকার,মতলবের মাটি ও মানুষের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াতে পাশে এসছি। যাতে তাদের মুখে হাসি ফোটানো যায়। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর দরিদ্র ও অসহায় পথচারী মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারদিকে।

হাসান মোর্শেদ আহার চৌধুরী আরও বলেন, এলাকার এতিম অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজেদের অর্থায়নে সাবেক ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদ উপহার দিয়ে মানুষের হাসি ফুটানোর চেষ্টা করেছি। করোনাভাইরাস এর মধ্য দিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দিনেও মানবতার সেবায় মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।

এসময় আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউল আলম তপাদার, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন চৌধুরী, মোঃ ওয়াশিম চৌধুরী,আ’লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমানব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক