Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
Suicide
প্রতীকী

ফরিদগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় আলেয়া বেগম (৪০) নামে তিন সন্তানের জননীর লাশ সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

আলেয়া বেগম উপজেলার হামছাপুর গ্রামের আব্দুল কুদ্দুছের স্ত্রী ও তিন সন্তানের জননী।

ঘটনার বিবরণে জানা যায়, সে জামালপুর গ্রামের কাজী বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে আজিম খান নামে এক রিক্সাচালক তাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তার স্বামী আব্দুল কুদ্দুস জানান, প্রায় দু’তিন বছর যাবৎ আলেয়া বেগম মানসিক রোগে আক্রান্ত ছিল। সকালে সে তার মাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ফরিদগঞ্জ আসবে বললে আমি তাকে এক হাজার টাকা দেই। কিন্তু সে তার মাকে সঙ্গে না নিয়ে দু’বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদ-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ২০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
এজি/এইউ

Leave a Reply