Home / উপজেলা সংবাদ / কচুয়া / সততার বিরল দৃষ্টান্ত দিয়েছেন কচুয়ার ইউপি চেয়ারম্যান!

সততার বিরল দৃষ্টান্ত দিয়েছেন কচুয়ার ইউপি চেয়ারম্যান!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ নিজের তিন মাসের বেতন (সম্মানী) ও নগদ অনুদান দিয়ে এক অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য টিন ক্রয় করে দিয়েছেন।

এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করায় পুরো ইউনিয়ন জুড়ে তাঁর প্রশংসা চলছে প্রতিটি মানুষের মুখে মুখে।

জানাগেছে, ওই ইউনিয়নের ফতেহপুর বাগান বাড়ীর দিনমজুর মোঃ শহীদ উল্যাহ তার পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছিল। এমন সংবাদ পেয়ে দরদী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ গত সোমবার সকালে নিজে দিন মজুর শহীদ উল্যাহর বাড়িতে গিয়ে নগদ টাকা ও ঘর করার জন্য ঢেউ টিন তুলে দেন পরিবারটির হাতে।

এসময় ইউপি সচিব জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবদুল মালেক পাটোয়ারী সোহরাব হোসেন সুমন, ইউপি সদস্য আবুল বাশার, সাবেক ইউপি সদস্য কামরুল হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ গত সপ্তাহ খানেক পূর্বে দায়িত্বের ২ বছর পূর্ণ হওয়ায় দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ পাওয়ার পর ব্যাপক আলোচনার ঝড় উঠে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ০০ এএম, ০৩ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

Uzani Madrasah..

ঐতিহ্যবাহী উজানী দরবারে মাহফিলের প্রস্তুতি সভা

চাঁদপুরের ...