Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রশাসনের মতবিনিময়
মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রশাসনের মতবিনিময়

মতলব উত্তরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রশাসনের মতবিনিময়

মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে রোববার (৫ আগষ্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার বিভিন্ন হাই-স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতির বক্তব্যে মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেছেন, ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে সাধারন ছাত্রদের চলমান আন্দোলনের সকল দাবি দাওয়া সরকার মেনে নিয়েছেন।

তাই ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। যাতে নতুন করে কোনো শিক্ষার্থী আন্দোলনের নামে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হয়। এ ব্যাপারে মতলব উত্তর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক কামাল, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,

নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম শহীদুজ্জামান, লুধুয়া হাই-স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসর আহম্মেদ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, কালিপুর হাই-স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, জীবগাঁও জেনারেল হক হাই-স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ নাজমুল হাসান,

শরীফ উল্যাহ হাই-স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উল্ল্যাহ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্ল্যাহ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল, চর কালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সূত্রধর,

শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বাগানবাড়ী আইডিয়েল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল

Leave a Reply