Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুরে কচুয়া ও মতলব ইউপি চেয়ারম্যানদের শপথ
ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করাচ্ছেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল

চাঁদপুরে কচুয়া ও মতলব ইউপি চেয়ারম্যানদের শপথ

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ ও মতলব উত্তর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

দুই উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

শপথবাক্য অনুষ্ঠানপূর্বক বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘একটি সুন্দর সমাজ বির্নিমাণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বড় একটি ভূমিকা রয়েছে। প্রতিটি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও নারী-শিশু নির্যাতন বন্ধে চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে।’

তিনি আরো বলেন ‘ইউনিয়নের যে কোনো উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরামর্শ নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা চাঁদপুরকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই।’

কচুয়া উপজেলার উপজেলার যেসব ইউনিয়নের চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন:
১নং সাচার ইউনিয়নের ওসমান গনি মোল্লা, ২নং পাথৈর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান জুয়েল, ৩নং বিতারা ইউনিয়নের ইসহাক সিকদার, ৪ং পূর্ব সহদেবপুর ইউনিয়নের মো. ইমাম হোসেন সোহাগ, ৫নং ইউনিয়নের আব্দুস সামাদ আজাদ, ৬নং কচুয়য় উত্তর ইউনিয়নের কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ৭নং কচুয়া সদর (দক্ষিণ) ইউনিয়নের জসিম উদ্দিন লিটন, ৮নং কাদলা ইউনিয়নের রফিকুল ইসলাম লালু, ৯নং ইউনিয়নের আহসান হাবীব জুয়েল, ১০নং গোহট উত্তর ইউনিয়নের হাজী আব্দুল হাই মুন্সী, ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের শাহরিয়া শাহীন ও ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের মাসুদ এলাহী সুভাস।

মতলব উত্তর উপজেলার যেসব ইউনিয়নের চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন:
বাগান বাড়ী ইউনিয়নের মো. নান্নু মিয়া, দূর্গাপুর আবুল খায়ের, ফতেপুর পূর্ব আজমল হোসেন চৌধুরী, এখলাছপুর হাজী মো. হোসেন মুরাদ, ইসলামাবাদ সাজেদুল হাসান বাবু, জহিরাবাদ মো. আলী আক্কাছ বাদল, মোহনপুর সামছুল হক চৌধুরী, সাদুল্লাপুর লোকমান আহমেদ, ষাটনল একেএম শরীফ উল্যাহ সরকার, ফতেপুর পশ্চিম নূর মোহাম্মদ ও সুলতানাবাদ ইউনিয়নের সফিকুল ইসলাম পাটওয়ারী।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হাই, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

আজ (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় দুই উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply