Home / চাঁদপুর / চাঁদপুরে ছিন্নমূল পথশিশুদের নিয়ে পুনাকের ব্যাতিক্রমী আয়োজন
punak-chandpur

চাঁদপুরে ছিন্নমূল পথশিশুদের নিয়ে পুনাকের ব্যাতিক্রমী আয়োজন

সমাজের সুবিধা বঞ্চিত অভিভাবকহীন পথ শিশুদের সহযোগিতা ও তাদের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের হাজী মহসিন রোডস্থ রসুইঘর পার্টি হউসে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত ছিন্নমূল পথ শিশুদের ভালোবাসায় দুপুরের ভোজন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আলো বলেন, পথ শিশুরা দৈনিক খাবারও ঠিকমত খেতে পারেনা। আজকে তাদের নিয়ে এই আয়োজনে থাকতে পেরে আমারও খুব ভাল লেগেছে। পথ শিশুরা আমাদের মতই মানুষ। তাদের মধ্যেও অনেক প্রতিভা রয়েছে।

তিনি বলেন, চাঁদপুরে আলোর দিশারী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পথ শিশুদের নিয়ে কাজ করছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে অন্যরাও পথ শিশুদের পাশে এসে দাঁড়ালে এক সময় তাদের মধ্য থেকে প্রতিভাবান শিশু বেরিয়ে আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাক চাঁদপুরের সভানেত্রী সাদিয়া কবির। তিনি বলেন, পথ শিশুদের ভালোবাসায় এই ধরনের আয়োজন পূর্ব থেকে করার জন্য পরিকল্পনা করা হলেও সময়ের ও পরিবেশের কারণে করতে পারিনি। আজকের এই আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান ও তার সহধর্মিনী।

এই সময় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক হারুনুর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
অনুষ্ঠানে আমন্ত্রিত পথশিশুদের প্রতিভা যাচাই করতে গিয়ে দু’টি শিশুর কবিত আবৃত্তি শুনে অতিথিবৃন্দ মুগ্ধ হন।

পরে আমন্ত্রিত অতিথি ও পথ শিশুরা একত্রিত হয়ে ভোজন পর্ব শেষ করেন। সব শেষে পথ শিশুদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি, ৪ সেপ্টেম্বর ২০১৯