Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের বকচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
water-dead ...
চাঁদপুর টাইমস ফাইল ছবি

মতলবের বকচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নায়েরগাও উত্তর ইউনিয়নের বকচর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুন) সকালে ওই গ্রামের মোঃ বাবলু তালুকদারের ছেলে নিজ বাড়ীর পুকুরে পড়ে মারা যায়।

পরিবার সূত্রে জানা পরিবারের সবার অগোচরে পুকুরে চলে এবং পানিতে পড়ে ডুবে যায়। আরিয়ানকে না পেয়ে সবাই খুজতে থাকে। হঠাৎ দেখতে পায় পুকুরে আারিয়ান ভেসে আছে। সাথে সাথে তাকে পানি থেকে উদ্বার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে তাকে মৃত ঘোষনা করে।

আরিয়ানের বাবা বাবলু তালুকদার ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক। আরিয়ান দ্বিতীয় শ্রেণির ছাত্র।

করেসপন্ডেন্ট
৯ জুন ২০১৯