Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা
A campin cp

চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা

চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) জেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে। তবে এর সাথে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার পাশাপাশি বাচ্চার মায়েদেরও সচেতন করতে হবে। অপুষ্টিজনিত শিশুদের পুষ্টি ফিরাতে মায়ের দুধ পান অত্যাধিক গুরুত্বপূর্ণ। এতে আমরা মেধাবী সন্তান পাবো। তারাই ভবিষৎতের পথে দেশকে এগিয়ে নিয়ে নিবে। সকলের সম্পৃক্ততায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে। এ ব্যপারে সকলে নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।’

চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. সফিকুল ইসলামের সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান।

মডিকেল অফিসার ডা. গোলাম কাউছার হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউদ্দিন আহমেদ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, বিএমএ জেলা শাখার সভাপতি ড. সৈয়দ নুরুল হুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম
১৫ জানুয়ারি,২০১৯

Leave a Reply