Home / চাঁদপুর / চাঁদপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি নিয়ে ‘ ভিডিও কনফারেন্স ’
vill.coart
প্রতীকী ছবি

চাঁদপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি নিয়ে ‘ ভিডিও কনফারেন্স ’

চাঁদপুরে গ্রাম আদালত মামলার অগ্রগতি নিয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ‘ ভিডিও কনফারেন্স ’ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।

প্রধান অতিথি থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস রোববার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস বলেন,‘ গ্রাম আদালতে মামলার অগ্রগতি বিষয়ে চাঁদপুর জেলার ৫ টি উপজেলার ৪৪ টি ইউনিয়নের চেয়ারম্যান , সচিব ও গ্রাম আদালত সহকারীদের সাথে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। উপজেলাগুলো : ফরিদগঞ্জ,শাহারাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ।’

তিনি আরো বলেন, ‘এরইমধ্যে জেলার ৫ উপজেলা নির্বাহী অফিসারগণকে চিঠি ও যোগাযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ তাঁর কার্যালয়ে এ ভিডিও কনফারেন্সের সাথে সংশ্লিষ্ট ৪৪টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব ও গ্রাম আদালত সহকারীদের নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করবেন। যাতে জেলা প্রশাসক মহোদয় তাঁর সম্মেলন কক্ষ থেকে সরাসরি কথা বলতে পারেন।’

প্রসঙ্গত, চাঁদপুরের ৫ উপজেলায় ৪৪ ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৭ সালে জানুয়ারি মাসে চাঁদপুরে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১ম পর্যায়ে কচুয়া, মতলব উত্তর ও দক্ষিণ, ফরিদগঞ্জ ও শাহারাস্তি এ ৫ উপজেলায় চালু করা হয়েছে।

সরকার কর্তৃক গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩) অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিচার কার্য পরিচালনা করছে। সর্ব্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী সংক্রান্ত মামলা নিস্পত্তি করে থাকে। গ্রাম আদালতে ফৌজদারী মামলার ফি ১০ টাকা ও দেওয়ানী মামলার ফি ২০ টাকা মাত্র। এর বাইরে গ্রাম আদালতের কোনো খরচ নেই।

এখানে কোনো আইনজীবীর দরকার হয় না । গ্রাম আদালত নারী-পুরুষ সবার জন্যে ভয়মুক্ত ও নিরাপদ। সাধারণ জনগণের বিচার ব্যবস্থায় প্রবেশিধাকার নিশ্চিত করণের লক্ষ্যে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নে কাজ করছে।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের গ্রাম আদালত শাখা সূত্রে মতে, ২০১৭ সালের জুলাই থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত ২,৩৯১টি গ্রাম আদালতে মামলা দায়ের হয়। এর মধ্যে ২,২৪০টি ইউনিয়নে, ৯৩টি জেলা জর্জ কোর্ট এবং ৫৯ টি মামলা বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২,২৫৭টি মামলা নিস্পত্তি করা হয়েছে।

বাকি ১৩৪টি মামলা বিচারাধীন রয়েছে। চাঁদপুরে এর অর্জন ৯৪ ভাগ । চাঁদপুর সদর,হাজীগঞ্জ ও হাইমচর এ ৩ টি উপজেলার সব ইউনিয়নসমূহ আপাতত: বাংলাদেশ গ্রাম আদালত এ প্রকল্পের বাহিরে রয়েছে।

প্রতিবেদক : আবদুল গনি
১৭ ফেব্রুয়ারি , ২০১৯ রোববার