Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / এসএসসি ’৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অনন্য উদ্যোগ
Motlob Dokkhin
প্রতীকী

এসএসসি ’৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অনন্য উদ্যোগ

মতলবের মতলব জেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীরা পথশিশু,দুস্থ ও এতিমদের অর্থ ও পোশাক প্রধান করা হয় শনিবার (৮ জুন) ১১ টায় এনএএম টাওয়ার মিলনায়তনে আয়োজিত এক পুনর্মিলন অনুষ্ঠানে তাঁরা এ সহায়তা দেন।

’৯৭ ব্যাচের ছাত্র মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নুর-ই-আলম মজুমদারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট কবি মুহাম্মদ জাকির হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, রতন চন্দ্র সাহা ও মো.শফিকুল ইসলাম,সাবেক শিক্ষক বদরুল মিল্লাত,শিক্ষক মমিনুল হক, সাংবাদিক মাহফুজ মল্লিক এবং ’৯৭ ব্যাচের ছাত্র সঞ্জয় পোদ্দার, তাপস চন্দ্র ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনা শেষে ’৯৭ ব্যাচের শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন ও মতলব পৌরসভার ৫০টি পথশিশুর প্রত্যেককে এক সেট করে জামা ও বাবুরপাড়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার টাকা দেয়া হয়।

নৈশপ্রহরী মোজাম্মেল হক কাজীর অসহায় পরিবারকে চার হাজার,’৯৭ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী ইসমাইল হোসেন এবং প্রতিবন্ধী নিতাই রায়ের পরিবারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা দেয়া হয়।ইসমাইল হোসেনের সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ দেয়া হয় আরও ১০ হাজার টাকা।

মতলব জেবি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি ’৯৭ ব্যাচের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম ও নুর-ই-আলম মজুমদার বলেন,‘সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে নিজেদের পকেট খরচ বাঁচিয়ে তাঁরা অসহায়,দুস্থ ও দরিদ্র লোকজনের জন্য এ সামান্য অর্থ ও বস্ত্র সহায়তা দেন। বেশ কিছু দুস্থ ও এতিম শিক্ষার্থীর লেখাপড়ার খরচও দেন। মানুষ মানুষের জন্য-এ বিষয়কে মনে-প্রাণে ধারণ করেই তাঁরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। কোনো কৃতিত্ব বা বাহবা নেয়ার জন্য এসব করছেন না।’

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
৮ জুন ২০১৯