Home / চাঁদপুর / নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে চাঁদপুর মানববন্ধন
sopnotoru-program-in-chandpur

নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে চাঁদপুর মানববন্ধন

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে চাঁদপুরে স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) চাঁদপুর শহরের অঙ্গিকার পাদদেশের সামনে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা হত্যাকারী অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ জড়িত সকল অপরাধীর সর্বোচ্চ বিচারের দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নুসরাত জাহান রাফি হত্যাকান্ডসহ দেশের আলোচতি সব হকান্ডের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন খান, যুগ্ম সাধারন সম্পাদক কে এম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম খান, সংগঠনের সিনিয়র সদস্য খাদিজা আক্তার শান্তা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মির্জা হাফিজ (সজিব), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ বেপারী (শাওন), সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইরুল কবির, সদস্য রিয়াজ রহমান, শাহিন আহমেদ, রবিন ঢালী, সিয়াম আহমেদ, শাহাদাত হোসাইন, ইমন আহমেদ,আরিফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ফেনী জেলার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল, ২০১৯