Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে দেড় শতাধিক শিক্ষার্থীকে আবদুল আহাদ ট্রাস্টের শিক্ষাবৃত্তি
hazi-abdul-ahad-trust
বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন

চাঁদপুরে দেড় শতাধিক শিক্ষার্থীকে আবদুল আহাদ ট্রাস্টের শিক্ষাবৃত্তি

চাঁদপুর সদর উপজেলার হাজী আব্দুল আহাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলাব্যাপি প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। শনিবার (১৩ এপ্রিল) হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রালযের সচিব মো. নূরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন চৌধুরী, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খাঁন, আ’লীগ নেতা আমির আজম রেজা,

প্রেসক্লাব সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল,ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক জসিম উদ্দিন মিন্টু, সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মনির হোসেন, সাবেক ছাত্রনেতা এ্যাড, মাহাবুব আলম।

হাজী আব্দুল আহাদ জনকল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, দেশ প্রেমের মধ্যদিয়ে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের আত্বত্যাগের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আমাদের সন্তানদের সৎ, নির্লোভ হয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে। মাদক, বাল্য বিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি প্রত্যেককে স¦-স্ব অবস্থান থেকে প্রাতরোধ গড়ে তুলতে হবে।

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল, ২০১৯