Home / শীর্ষ সংবাদ / জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে দেশসেরা চাঁসক শিক্ষার্থী সীমা আর নেই
Sima-Akter

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে দেশসেরা চাঁসক শিক্ষার্থী সীমা আর নেই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে চাঁদপুর সরকারি কলেজ গণিত বিভাগের দেশসেরা কৃতি শিক্ষার্থী সীমা আক্তার আর নেই। সোমবার (১ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)

সারাদেশের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় শিক্ষাবর্ষে জিপিএ ৪.০০ (বিশ্ববিদ্যালয়ের গ্রেড পয়েন্টে এটি সর্বোচ্চ) পেয়ে চাঁদপুর কলেজ তথা বাংলাদেশকে চমক দিয়েছিল এই সীমা আক্তার।

আজ না ফেরার দেশে চলে গিয়েও সহপাঠি ও পরিচিতজনদের সবাইকে শোকের সাগরে ভাসালো।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাক গ্রামের আবদুল কাদির প্রধানের মেয়ে সীমা। লাক শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসতি জিপিএ ৫,
ডেমরা শামসুল হক খান স্কুল এন্ড কলেজ এইচএসসিতে জিপিএ ৫, চাঁসক থেকে গণিত বিভাগ তৃতীয় বর্ষ থেকে সর্বোচ্চ নাম্বার জিপিএ ৪ পাওয়া মেধাবী শিক্ষার্থী সীমা।

এই মেধামী মেয়েটি দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার পাশাপাশি চতুর্থ বর্ষের ফলাফলের জন্যেও ভালো প্রস্তুতির মধ্যেই জীবন প্রদীপ নিভে যায়।

সহপাঠিরা জানায় পরীক্ষার পূর্বে সবাইকে বলেছিল, ‘‘ইনশাল্লাহ,,, এবারও আমি জিপিএ ৪ পাবো। তোরা সবাই দোয়া করিস।’ কিন্তু আজ তার সহপাঠিরা দুনিয়ার ভালো ফলাফলের বিপরীতে দোয়া করছে পরকালের ভালো ফলাফরে জন্য।

চাঁদপুর টাইমসে প্রকাশিত আগের প্রতিবেদন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে চাঁসক শিক্ষার্থী সীমা দেশসেরা

প্রতিবেদক- আশিক বিন রহিম
২ জুলাই ২০১৯