Home / চাঁদপুর / চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের নবীন-বরণ
chandpur-residential-college

চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের নবীন-বরণ

‘তোরা সব জয়ধ্বনি কর, ঐ নতুনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়’ শ্লোগানে চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ সোমবার (১ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এ কলেজে পড়ালেখা করছো হয়তো তোমরা একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে গুনী মানুষ হয়ে দেশের জন্য কাজ করবে। নিজেকে ভালো গুনী এবং সুপ্রতিষ্ঠিত হিসেবে গড়তে হলে তোমাদেরকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমরা যারা লেখাপড়া করছো, এদের মধ্যে কোন ছাত্র ছাত্রী যেনো মাদকের সাথে জড়িত না হয়। কারণ তোমাদেরকে দেশ অনেক স্বপ্ন দেখে।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে যারা একাত্তরের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, কযাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে তারাও তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেদিন যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। আজ তারই সুযোগ্য কন্যা উন্নয়নের ধারাবাহিকতায় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তোমাদেরকে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। আর সত্য এবং সঠিক ইতিহাস জানলেই তোমরা নিজেদেরকে সৎ ভাবে গড়ে তুলতে পারবে। আজকে জননেত্রী শেখ হাসিনা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য শিক্ষাখাতে গুরত্ব দিয়ে কাজ করে চলেছেন।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর, ফারুকের সার্বিক তত্বাবধানে এবং অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন,

আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, একাডেমিক কাউন্সিলর সাবেক শিক্ষা অফিসার আব্দুল জলিল মিয়া, কলেজের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা,

ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. নুরুল হক কমল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, চাঁদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, কলেজের প্রশাসনিক কর্মকর্তা হালিমা বিনতে কবির, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
১ জুলাই ২০১৯