Home / চাঁদপুর / চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ
চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ৫টায় সম্পন্ন হয়েছে।

বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।

বক্তব্যে তিনি বলেন, নিজেও ভালো থাকতে হবে সেই সাথে পারা প্রতিবেশীকেও ভালো রাখতে হবে। এই প্রতিষ্ঠানটির শ্রেণী কক্ষের সমাধান দ্রুতই হবে। সেই সাথে প্রতিষ্ঠানটির একটি ১০তলা ভবন নির্মান করার পরিকল্পনা করছি। এ সময় তিনি এই শিক্ষা-প্রতিষ্ঠানটি যাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে বিশেষভাবে স্মরণ করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রধানিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাড. সাইদুল রহমান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।

সকালে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক।

করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি, ২০১৯