Home / জাতীয় / রাজনীতি / ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই : এমপি রুহুল
adv. ruhul 2
ফাইল ছবি

ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই : এমপি রুহুল

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল বলেছেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।

রবিবার (৬ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ২৯টি পূজান্ডপগুলো পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে পূজাম-পে দলীয় নেতাকর্মী ও পূজাতে আসা ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় গত এক দশকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচিতি লাভ করেছে। যার ফলে এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে জানিয়েছেন ।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র। যে রাষ্ট্রে সকল ধর্মের লোকই তাদের স্ব-স্ব ধর্ম পালন করবে।

তিনি বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশের হিন্দু-মুসলমানদের মাঝে ধর্মীয় অসম্প্রদায়িকতা রক্ষা করে চলছে। তাই হিন্দুধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকে।

অ্যাড.নুরুল আমিন রুহুল আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, শান্তিময় পরিবেশ বিরাজ করছে। জঙ্গিবাদের মদদদাতারা ক্ষমতায় থাকলে দেশ অশান্ত থাকে।

তিনি বলেন, দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানোই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছাতে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান আওয়ামী লীগের এ সসংসদ সদস্য।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সসম্পাদক মিজানুর রহমান,

গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, জেলা যুবরীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীেেগর সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা ছাত্রলীগের অ্যাড.মোহসিন মিয়া মানিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জৌতিষ কীর্তনীয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত বিশ^াস, সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জি জামাল হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রোববার রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া শ^শান এলাকার পূজামন্ডপ পরিদর্শন এবং বসস্ত্র বিতরণ কালে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস,

মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন,পূজামন্ডপ কমিটির সভাপতি প্রবিত্র দাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, ভাষান চন্দ্র কীর্তনীয়া প্রমূখ।

উপজেলার সাদুল্যাপুর রঘুনাথ সরকার বাড়ি শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অ্যাড.নুরুল আমিন রুহুল।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল,