Home / চাঁদপুর / শিক্ষার্থীরা সঠিকপথে চললে চাঁদপুর থেকে স্কলারশীপ পেয়ে যাবে : জেলা প্রশাসক
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

শিক্ষার্থীরা সঠিকপথে চললে চাঁদপুর থেকে স্কলারশীপ পেয়ে যাবে : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: মাজেদুর রহমান খান বরেছেন,শিক্ষার্থীদেরকে যদি একটু সঠিক পথ দেখিয়ে দেওয়া যায়। তাহলে নিশ্চিত চাঁদপুর থেকে অনেকেই স্কলারশীপ পেয়ে যাবে। এদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। তবে খেয়াল রাখতে হবে যেন ছিনতাই রাহাজানি বা কোনরুপ অস্থিতিকর পরিবেশের সৃষ্টি না হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটি সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দেশ এখন পিছিয়ে নেই। উন্নয়নের জোয়ারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তার প্রমান মিলবে বহির্বিশ্বে গেলে। এদেশের মানুষেরা এখন বহির্বিশ্বের অনেক উচ্চ স্তরে চাকুরী করছেন। কারন সঠিক তথ্য জানা থাকলে নিজ দেশসহ বহির্বিশ্বের যেকোন জায়গাতেই প্রতিষ্ঠিত হওয়া যায়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ,জেলা পরিষদ সচিব মোহাম্মদ মিজানুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেল সুপার মো: মাইন উদ্দিন ভূইয়া, সহকারি পুলিশ সুপার (এএসপি কচুয়া সার্কেল) মো: শেখ রাসেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: ইউছুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো: ইলিয়াছ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার, , প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, শিল্প নগরী কর্মকর্তা মো: রুহুল আমিন, জেলা কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ফখরুল আলম, এনএসআই সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনক , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: মজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবেদক:আনোয়ারুল হক
২৫ এপ্রিল ২০১৯