Home / জাতীয় / কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ চালককে অর্থদণ্ড
mobile-corte-pic

কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ চালককে অর্থদণ্ড

চাঁদপুর শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পৃথক দু’টি অভিযানে ১৬ জন গাড়ির চালককে ৮ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও অলিদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও অলিদুজ্জামান জানায়, পৃথক দু’টি অভিযানে ভ্রাম্যমান আদালত ৬ জন গাড়ি চালককে ৬টি মামলায় ৪ হাজার ৪ শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া অপরটির ভ্রাম্যমান আদালতে ১০জন গাড়ী চালককে ১০টি মামলায় ৪ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।

মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২, ১৩৮, ১৩৭ ধারায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী মটরযান পরিদর্শন জিয়া উদ্দিন।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২ সেপ্টেম্বর, ২০১৯