Home / চাঁদপুর / চাঁদপুরে বেপরোয়া সিএনজি-অটোবাইক : দু’দিনের দুর্ঘটনায় আহত ২৫
Cng ato

চাঁদপুরে বেপরোয়া সিএনজি-অটোবাইক : দু’দিনের দুর্ঘটনায় আহত ২৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরে বেপরোয়া হয়ে উঠেছে অটবাইক ও সিএনজি স্কুটার। এসব বেপরোয়া গাড়ি চালকদের দৌরাত্মে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত কয়েকদিনে চাঁদপুরের বিভিন্নস্থানে অটোবাইক ও সিএনজি স্কুটারের বেশ ক,টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আর এসব দুর্ঘটনায় গত দু,দিনে চাঁদপুরে ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঈদের এখনো আরো ১০ দিন বাকি এরই মধ্যে চালকরা অধিক টাকা ইনকামের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন।

চাঁদপুর শহর সহ আশেপাশের সড়কগুলোতে ইদানীং বেড়ে গেছে সিএনজি স্কুটার, অটোবাইক ও বেপরোয়া মোটর সাইকেল চালনায় দুর্ঘটনা। হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার সড়কগুলোতেও অহরহ ঘটছে দুর্ঘটনা।

এসব দুর্ঘটনায় অকালে পঙ্গু হচ্ছে নারী-পুরুষ এমনকি শিশুরাও। অনেকে মারাও যাচ্ছে। গত দু,দিনে চাঁদপুরের বিভিন্নস্থানে সিএনজি স্কুটার ও অটোবাইক দুর্ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী এবং পথচারী মারাত্মক আহত হবার খবর পাওয়া গেছে।

এরমধ্যে ২৫ মে শনিবার দুপুরে চাঁদপুর শহর তলীর বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে একটি বেপরোয়া অটোবাইক দুর্ঘটনায় তিনজন নারী পুরুষ আহত হয়েছেন। এদের মধ্যে গাছতলা এলাকার শহীদ খান (৫৫), জাফরাবাদ এলাকার শাহানারা বেগম (৩৫) তার বোন ডলি বেগম (২৪) ও তার শিশুপুত্র রমজান (৬)। গত ২৪ মে দুপুরে চাঁদপুর শহরের ইলিশ চত্বর মোড়ে একইভাবে দুটি বেপরোয়া অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামের মোজাম্মেল হোসেন খান (৬০) ও চাঁদপুর শহরের তালতলা গ্রামের ইউনুছ গাজীর স্ত্রী হাজেরা বেগম (২০) গুরুতর আহত হন। এছাড়াও গত এক সপ্তাহে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে বেপরোয়া সিএনজি স্কুটার ও অটোবাইকের বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

এসব দুর্ঘটনায় নারী পুরুষ ও শিশুসহ গত দু,দিনে ২৫ জন আহত হয়েছে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন বলে হাসপাতালের রেজিস্ট্রি খাতা থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় বর্তমানে চাঁদপুর পৌর এলাকায় সহস্রাধিক অটোবাইক ও মোটর সাইকেল চলাচল করছে। চালকরাও যাত্রী পরিবহনের প্রতিযোগিতায় লিপ্ত। কেউ সাবধানে গাড়ি চালাচ্ছে না। অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। অতিরিক্ত গাড়ির চাপ সইতে পারছে না এখানকার রাস্তাগুলো।

পথচারীদের হাঁটাও দুষ্কর হয়ে পড়ছে । রাস্তা পার হতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। চাঁদপুরে চাহিদার চেয়ে মাত্রা অতিরিক্ত সিএনজি স্কুটার ও অটোবাইক। এসব অবৈধ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঈদ উদযাপনের আগেই যদি এসব বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে যদি কর্তপক্ষ ব্যবস্থা গ্রহন না করেন, তাহলে এমন অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনায় আরো বহু মানুষ গুরুতর আহত কিংবা অকালে মৃত্যুরও আশংকা করছেন সচেতনমহল।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
২৫ মে ২০১৯