Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েনটেশন ক্লাশ
হাইমচর সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েনটেশন ক্লাশ

হাইমচর সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েনটেশন ক্লাশ

হাইমচর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েনটেশন ক্লাশ সোমবার (১ জুলাই) সকাল ১০ টায় উদ্ভোধনকালে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন,‘হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব্যাপক কাজ করে গিয়েছেন।এ কলেজটি সরকারিকরণে ডা.দীপু মনির অবদান স্মরণীয় হয়ে রয়েছে।’

কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জনতা বাজার থেকে কলেজ হয়ে আলগী বাজারে যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার প্রস্তাবনা রহিয়াছে।

রাস্তাটি প্রশস্ত হলে এখানে বাস চলে আসবে। শিক্ষাথীদের লেখা-পড়ার সুবিধার্থে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি হাইমচর সরকারি মহাবিদ্যালটি বহুতল ভবন নির্মাণ করে দিয়েছেন।

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ওরিয়েনটেশন ক্লাশ উদ্ভোধন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রধান মরিয়ম শাহরিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.জহিরুল ইসলাম খান,সহকারী অধ্যাপক মুকলেছুর রহমান মুকুল, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান এটিএম রুহুল আমিন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া, একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

মো.ইসমাইল হোসেন
১ জুলাই ২০১৯