Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / দীর্ঘ অপেক্ষার পর চালু হচ্ছে মতলব ফায়ার স্টেশন
motlob Fair station
উদ্বোধনের সময় তোলা ফাইল ছবি।

দীর্ঘ অপেক্ষার পর চালু হচ্ছে মতলব ফায়ার স্টেশন

চাঁদপুরের মতলবে সোমবার (২৪ ডিসেম্বর) থেকে দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু হচ্ছে।

২৩ ডিসেম্বর মতলব ফায়ার স্টেশনের জনবলসহ সকল মালামাল এসে পৌঁছেছে। চাঁদপুরের ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

চাঁদপুর (উত্তর) সিনিয়র স্টেশন অফিসার মো.মোবারক আলী চাঁদপুর টাইমসকে জানান, মতলব ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ৯ জন ফায়ারম্যান, ৩জন ড্রাইভার, ১জন স্টেশন অফিসার ও ১ জন লিডার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জামাদী দেয়া হয়েছে।

মতলব ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মো.জালাল উদ্দিন। এ স্টেশনের যে কোনো বিষয়ে তথ্য জানাতে ০১৯৮৬-১১২ ২২২ নম্বরে যোগাযোগ এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেছেন তিনি।

চলতি বছরের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতলব ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করা হয় ।

প্রসঙ্গত, ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশনটি। মতলব পৌরসভার ভাঙ্গারপাড় মৌজার দগরপুর এলাকায় .৩৩ একর জমির ওপর ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি এবং ৪৫ ফুট দৈর্ঘ্যে চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০১৪ সালে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। জমির অধিগ্রহণসহ স্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন পর্যন্ত প্রকল্পের ব্যয় ২ কোটি ৬৯ লাখ ৯১ হাজার টাকা। দরপত্র অনুযায়ী ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ সমাপ্তি হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের জন্য প্রায় সোয়া এক বছর পিছিয়ে যায়।

ঠিকাদারী প্রতিষ্ঠান মতলবগঞ্জ ট্রেডার্স লিমিটেডের স্বত্ত্বাধিকারী মমিন বলেন,‘ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে ফায়ার সার্ভিস স্টেশনের বরাদ্দ নির্ধারণ ও জমি অধিগ্রহণ করেছিলেন সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম।’

প্রতিবেদক : মাহফুজ মল্লিক
২৩ ডিসেম্বর ,২০১৮ রোববার

Leave a Reply