Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
student

ফরিদগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বাজার দারুল উলুম গাজীবাড়ী মাদ্রাসার ছা্ত্র মনিরুল ইসলাম(শিশির) ১০ মার্চ সকাল থেকে নিখোঁজ হয়।

কাউকে কিছু না জানিয়ে সে নিখোঁজ হয় এবং সে উক্ত মাদ্রাসায় নাজেয়া পড়ে।সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি।

সে ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা ছোট পালের বাড়ির মোঃ সাইফুল ইসলামের পুত্র। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পায়জামা ও গায়ে সাদা পাঞ্জাবী ছিলো। উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং ফর্সা, মুখম-ল লম্বাটে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় ডিজি নং ৪৬৮, তাং ১২/০৩/২০১৯।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজ ছেলেটির খোঁজ পেয়ে থাকেন নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা গেল।

যোগাযোগের ঠিকানা : মুহাম্মদ জাহিদুল ইসলাম, ১৩৫নং রেলওয়ে হকার্স মার্কেট, চাঁদপুর।

মোবাইল ফোন : ০১৬৭৪৫২৫৫৯২, ০১৮৫৯১৩১২৪২ (চাঁদপুর কন্ঠ)

বার্তা কক্ষ
১৩ মার্চ,২০১৯