Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / রাতের আঁধারে কোরবানির পশুর সাথে এ কেমন শত্রুতা
রাতের আঁধারে কোরবানির পশুর সাথে এ কেমন শত্রুতা

রাতের আঁধারে কোরবানির পশুর সাথে এ কেমন শত্রুতা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শত্রুতাবশত একটি কোরবানীর গরু মেরে পেলল দুবৃর্ত্তরা । অপরটি কুপিয়ে আহত করা হয়। শনিবার (১০ আগস্ট)  দিবাগতরাতে ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের ভাট বাড়ির মফিজুল ইসলামের গোয়াল ঘরে। তার দুটি গরু ছিল। একটির গরুর  মূল্য ৫০ হাজার টাকা। এটি ক্রয় করেছে একই বাড়ির মিজান। 

অপরটির মূল্য ৭৩ হাজার টাকা। এটি ক্রয় করেছে হরিপুর গ্রামের দুধ মিয়া। এ দুটি গরু কোরবানীর জন্য মফিজ ভাটের গোয়াল ঘরেই রাখে। গরুগুলো কোরবানীর জন্য ক্রয় করা হয়।  হঠাৎ শনিবার গভীর রাতে দুবৃর্ত্তরা মিজানের ৫০ হাজার টাকা মূল্যের গরুটি মেরে ফেলে। পরে গরুটি নদীতে ফেলে দেয়া হয়।

গরুর মালিক মফিজ ভাট জানান, কে বা করা আমার গরু মেরে ফেলে। তবে শত্রুতা করেই আমার এ ক্ষতি করা হয়েছে।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন নিশ্চিত করে জানান, তিনি ঘটনাটি জেনে পুলিশকে খবর দিয়েছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশ গিয়েছে।  এ বিষয়ে মামলা নেয়া হবে।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, ১১ আগস্ট ২০১৯