Home / চাঁদপুর / এলেমওয়ালা আলেম তৈরি হলে শান্তির মডেল হবে বাংলাদেশ : চাঁদপুরে ইফা ডিজি
Ifa-dg-chandpur
চাঁদপুরে ইফা ডিজি ( ফাইল ছবি)

এলেমওয়ালা আলেম তৈরি হলে শান্তির মডেল হবে বাংলাদেশ : চাঁদপুরে ইফা ডিজি

ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার আয়োজনে বুধবার (১৯ ডিসেম্বর) চাঁদপুর স্টেড়িয়ামে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ও মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফার মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল। কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।

প্রশিক্ষণ কর্মশালায় তিনি ইসলামের প্রচার -প্রসারের বিভিন্ন দিক ও ইসলামিক ফাউন্ডেশনের অতীত বর্তমান, ভবিষ্যৎ তুলে ধরেন।

তিনি বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একদল এলেম ওয়ালা আলেম তৈরি করতে হবে, এলেম ওয়ালা আলেম ওয়ালা আলেম তৈরি করতে পারলে বিশ্ব শান্তির মডেল হবে বাংলাদেশ।

ইফার চাঁদপুরের ফিল্ড অফিসার মো : আলী আজগর ও ইফার ফিল্ড সুপার ভাইজার মো: শামসুদ্দীনের উপস্হাপনায় মো: আসাদু্জ্জামানের কুরআন তেলাওয়াত ও গোলাম কিবরিয়ার না’তে রাসূল (সা:) পরিবেশনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন মসজিদ ভিক্তিক গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প উপ প্রকল্প পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ডাইরেক্টর মো: মহিউদ্দীন চৌধুরী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ চৌধুরী।

এতে ইফা চাঁদপুরের উপ পরিচালক মো: আব্দুস সামাদ, ইফা চাঁদপুরের হিসাব রক্ষক মো:আ: হালিম, মো: ইউনুছ, মাস্টার ট্রেইনার মো: সোলেমান, জাতীয় ইমাম সমিতির চাঁদপুর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান গাজী, জেএইচ কম্পিউটারের পরিচালক শেখ মো: জাকির, মো: আব্দুস সালাম, হাফেজ মো: রুহুল আমিন সিদ্দীকী, বিষ্ণুপুর মদিনা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর বিন ফারুকসহ ইফা চাঁদপুরের সকল সুপারভাইজার শিক্ষক ও কেয়ারটেকারবৃন্দ উপস্হিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল করিম পাটওয়ারী বাড়ী জামে মসজিদের ইমাম মো: আব্দুস সালাম।

করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply