Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / আওয়ামী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় জমে উঠছে ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচন
faridganj-south-election

আওয়ামী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় জমে উঠছে ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচন

জমে উঠছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সুষ্ঠ ভোট হলে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে পারবে বলে মনে করছেন।

এদিকে নৌকা প্রতিকের প্রার্থী সাইফুল আলম সোহেল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়াডে পথসভা ও গণসংযোগ করার সময় ভোটারদের এমন প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, অবহেলিত, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। শুধু প্রতিশ্রুতি নয় তা বাস্তবায়ন করেই ছাড়বো। ভোট পবিত্র আমানত, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পবিত্র আমানত রক্ষা করবো।

এসময় তিনি বলেন, বর্তমান সরকারের ঘোষনা গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প দেয় যেটা সঠিক বন্টন করার জন্য। কিন্তু অনেক সময় সঠিক বন্টন হয়না। কারন অতীতে যারা চেয়ারম্যান হয়েছে তাদের সঠিক তদারকি ছিল না। ফলে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আমি গনসংযোগে এসে বুঝতে পারলাম ইউনিয়ন পরিষদের অনেক সেবা সম্পর্কে মানুষ জানেই না। আমি পরিষদের হারানো গৌরব ফিরিয়ে আনবোই ইনশাআল্লাহ।

সাইফুল আলম সোহেল, প্রতিদিনই ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও তার সাথে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ব্যাপক সমর্থনের সাড়া পড়েছে গণসংযোগে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ রাসেল, ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সদস্য রুহুল আমিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

অন্যান্যা প্রার্থীদের মধ্যে চশমা প্রতীকে আকবর পাটওয়ারী (আওয়ামী স্বতন্ত্র), আনারস প্রতীকে আলমগীর হোসেন রিপন (আওয়ামী স্বত্ন্ত্র) সহ মোট ৫ জন প্রার্থী থাকলেও বিএনপি সমর্থিত কোনো প্রার্থী নেই।

প্রতিবেদক- শিমূল হাছান, ২১ জুলাই ২০১৯