Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের ‘এমপিকে কটুক্তির’ প্রতিবাদে আওয়ামী নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
koitukti-faridganj-mp

ফরিদগঞ্জের ‘এমপিকে কটুক্তির’ প্রতিবাদে আওয়ামী নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চাঁদপুরের ফরিদগঞ্জ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলা লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর বক্তব্য-কে কেন্দ্র করে ফরিদগঞ্জের আওয়ামী রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে।

দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা দাবী তিনি সাংসদ মুহম্মদ শফিকুর রহমানকে উদ্দেশ করে আক্রমাণত্মক ও আপত্তিকর বক্তব্যে রেখেছেন। ওই বক্তব্যের প্রতিবাদে রোববার (২১ জুলাই) বিকালে ছাত্রলীগ নেতা রিমনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়েছে।

দলের ক্ষুদ্ধ নেতাকমীরা জানায় শনিবার (২০ জুলাই) দুপুরে স্থানীয় বিআরডিবি’র ভবনে দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখা। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী তার বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপির নাম উল্লেখ করে বলেছেন, ‘আপনি লাপাত্তা বাহীনি দিয়ে আমাদের দলীয় নেতা-কর্মিদের উপর নির্দয় ও নির্মমভাবে আঘাত করেছেন। আপনাকে প্রতিরোধ করার জন্য আমি অনেক আগেই উপজেলা পরিষদের সমন্বয় সভায় বক্তব্য দিয়েছিলাম, সেখানে আবু সাহেদ সরকার ছিলো। দুর্ভাগ্য, আজকে মিলনের উপর আক্রমণ করে উনি ওনার নিজ বাড়িতে নিরাপদ স্থানে চলে গেছেন।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আবু সাহেদ সরকার যদি এখান (ভাটিয়ালপুর) থেকে হুংকার দিয়ে ঐখানে (নয়ারহাট বাজার) যেত, তাহলে সাংবাদিক শফিকের একটি কর্মীও ঐখান থেকে জ্যান্ত আসতে পারতো না। মুহম্মদ শফিকুর রহমান এমপি-কে উদ্যেশ করে তিনি আরও বলেন, আমার কাছে এমন প্রমাণ আছে, তা প্রকাশ করলে তার পার্লামেন্ট সদস্য (এমপি) পদ থাকবে না।’

এ বক্তব্যে ক্ষুব্দ হয়ে ফরিদগঞ্জে এমপি সমর্থিত আওয়ামী নেতাকর্মীরা বিক্ষোভ করেন। রোববার (২২ জুলাই) বিকেলে ছাত্রলীগের বিক্ষুদ্ধরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে। মিছিলটি ফরিদগঞ্জ পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলকারীরা, “এমপি সাহেবকে নিয়ে কটুক্তিকারী, খায়ের পাটওয়ারীর বিচার চাই” বিচার চাই মর্মে স্লোগান দেন। মিছিল শেষে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেছেন, আবুল খায়ের পাটওয়ারী এখন খেই হারিয়ে ফেলেছেন। তাই আবোল-তাবোল খিস্তি খেউর করছেন। তিনি না কি প্রয়োজনে পুলিশ বেষ্টনিকে থেকে বের করে নিয়ে এমপি মহোদয়কে শারিরীকভাবে আক্রমণ করবেন।

ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় মেয়র মাহফুজ বলেন, ৬ জুলাই বিএনপি পরিকল্পিত ভাবে যেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তারই সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার ছবি অবমাননা করার প্রতিবাদে ফরিদগঞ্জে একমাত্র পৌর আওয়ামীলীগের উদ্যেগে প্রতিবাদ কার হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সেখানে দলের স্বার্থে প্রতিবাদ না করে এখন ব্যক্তিস্বার্থে আমাদের প্রানপ্রিয় নেতা মুহম্মদ শফিকুর রহমান এমপির বিরুদ্ধে প্রতিবাদ করার বিষয়টি রহস্যেজনক বলে তিনি দাবি করছেন।

এসময় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন রিমনের নেতৃত্বে রোববার বিকালের বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি রাশেদ হোসাইন, নূর আলম পাটওয়ারী, মোঃ মিনহাজ, সাগর পাটওয়ারী, কাউছার হামিদ, জুয়েল খান, মোঃ মিলন, মোঃ নাঈম ও মোঃ সজিব প্রমুখ।

শিমূল হাছান, ২১ জুলাই ২০১৯