Home / চাঁদপুর / বরিশাল থেকে চুরি হওয়া দুটি গরু চাঁদপুরে উদ্ধার
cow

বরিশাল থেকে চুরি হওয়া দুটি গরু চাঁদপুরে উদ্ধার

বরিশালের মেহেদীগঞ্জ থানার দরিচর খাজুরিয়া গ্রাম থেকে চুরি হওয়া দু’টি গরু চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে পূর্ব সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালীর দোকান এলাকা থেকে গরু দুটি উদ্ধার করা হয়েছে।

এছাড়াও গরুগুলো বিক্রির উদ্দেশ্যে হাটে নেয়ার জন্যে বহনকৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। চুরির সাথে জড়ি থাকার সন্দেহে পিকআপ ভ্যানের চালক খোকন গাজী সহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

গরুর মালিক রিপন সর্দ্দার জানান, গত ৩ জানুয়ারি তার নিজ এলাকা থেকে গরু দুটি চুরি হয়ে যায়। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি আমাদের এলাকার এক লোক গরু দুটি বিক্রি করার জন্যে চাঁদপুরে নিয়ে এসেছে।

এটিও জানতে পারি যে,দুপুরে গরু দুটি বিক্রি করার জন্যে চাঁদপুরের বাংলা বাজার হাটে উঠানো হবে। খবর পেয়ে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করি। চাঁদপুর মডেল থানা পুলিশ ও আমাদের ইউনিয়নের চেয়ারম্যানসহ আমরা হাটে উপস্থিত হই। টের পেয়ে গরু দুটি বহন করা পিকআপন ভ্যান চালকের সহযোগিতায় চোরের দল পালিয়ে যায়। চালক গাড়ি থামালে চোরকে হাতে নাতে ধরতে সক্ষম হতাম।

তিনি আরো বলেন, আমাদের ধারণা এই চুরির সাথে চাঁদপুরের একটি চক্রও জড়িত রয়েছে। যাদের মাধ্যমে চুরিকৃত গরু বিক্রি করা হয়।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বলেন, স্থানীদের সহযোগীতায় গরু দুটি উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালকের কারণে চোরকে ধরতে পারিনি। প্রকৃত মালিক যাচাই বাছাই করে গরু দুটি বুঝিয়ে দেয়া হবে।

প্রতিবেদক:আশিক বিন রহিম
৫ জানুয়ারি,২০১৯

Leave a Reply