Home / চাঁদপুর / চাঁদপুরে চুরি-ছিনতাই ঠেকাতে ‘তৎপর পুলিশ প্রশাসন’
Police
প্রতীকী

চাঁদপুরে চুরি-ছিনতাই ঠেকাতে ‘তৎপর পুলিশ প্রশাসন’

চাঁদপুরে শহরে দিনে-দুপুরে চুরির উপদ্রব বেড়ে যাওয়ার ঘটনায় তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। চাঁদপুর । আটক অব্যাহত

আশিক বিন রহিম।।
সম্প্রতিক সময়ে চাঁদপুর শহরে একের পর এক বেড়ে চলা দুর্ধর্ষ চুরির ঘটনা রোধে তৎপর রয়েছে জেলার পুলিশ প্রশাসন।
৪ জানুয়ারি চাঁদপুর টাইমসে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

চুরি রোধ এবং প্রতিটি ঘটনার সাথে জড়িত চোরদের আটক করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

চুরির সাথে জড়িত ৮/৯ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বড় দুটি চুরির সাথে জড়িত চোরদের আটক করতে পুলিশ ইনভেষ্টিকেশন পিআইবির তদন্ত কররছে।

এমনটাই জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ।

চৌকস এই পুলিশ কর্মকতা জানান, চুরি সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশ প্রশাসন বেশ তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন।

মানুষের জানমালের নিরাপত্তা প্রধানে আমরা সর্বোচ্চ দায়িত্ব পাল করছি। চুরির বিষয়টিও আমরা গুরুত্বের সাথে নিয়েছি। জনতার সহোযোগিতায় এ পর্যন্ত হাতেনাতে ৮/ ৯জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতিক সময়ে শহরের মাদ্রাসা রোড়ের ফ্লাট বাড়িতে এবং কালিবাড়ি এলাকার ফার্মেসি ও মোবাইলের দোকানে বড় দুটি চুরির ঘটনা পিআইবি তদন্ত করেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আঙুলের ছাপসহ প্রয়োজনিয় আলামত ও তথ্য সংগ্রহ করেছে।

চুরি ঘটনা রোধে তিনি বাড়ির মালিক ও ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত নদীর তীরবর্তী শান্তির শহর নামে খ্যা চাঁদপুরে গত ক’য়েক মাস থেকে বিভিন্ন বাসা-বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠানে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনা বেড়ে চলেছে। প্রতিটি ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীকে প্রায় সর্বস্বান্ত করে দেয়া হচ্ছে। চুরি থেকে বাদ যাচ্ছে না মসজিদ-মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানও।

ফলে শহরবাসী তথা ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছে। শুরু থেকেই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে চাঁদপুরের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে।

Leave a Reply