Home / চাঁদপুর / চাঁদপুরে দেয়াল টপকে পালানোর সময় ওয়ারেন্টভুক্ত আসামী আটক
prison arrest

চাঁদপুরে দেয়াল টপকে পালানোর সময় ওয়ারেন্টভুক্ত আসামী আটক

চাঁদপুরে দেয়াল টপকে পালানোর সময় প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুস সালামকে আটক করেছেন মডেল থানা পুলিশ।

সোমবার (১১ মার্চ)বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদ পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় সে দেয়াল টপকিয়ে পালানোর সময় তাকে ধরতে গিয়ে মডেল থানার এস আই শফিকুল ইসলাম পিপি এম সর্ঙ্গীয়ফোর্স সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আটককৃত আব্দুস সালাম চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের দক্ষিণ পাইকাস্তা গ্রামের মোঃ কালু হাওলাদারের ছেলে।

মডেল থানার এস আই শফিকুল ইসলাম জানান, আসামি আব্দুস সালামের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে নুরুল আলম বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেন। মামলা নং সি আর ১৩৬/১৮। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হলে আজ তাকে আটক করেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১১ মার্চ,২০১৯