Home / চাঁদপুর / চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত আসামী আটক
arrest...

চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত আসামী আটক

চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে বাবুল গাজী (৪৫) নামের ৫ টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়েছে।সোমবার(১১ মার্চ)সকালে গোপন সংবাদ পেয়ে তার নিজ বাড়ি থেকে থানার এ এস আই মো.আবু হানিফ ও সর্ঙ্গীয়ফোর্স তাকে আটক করেন।

আটককৃত বাবুল গাজী চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ হাসান হাজীর ছেলে।

মডেল থানার এ এস আই আবু হানিফ জানান, আসামী বাবুল গাজীর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা এবং চাঁদপুর মডেল থানায়সহ ৫ টি মাদক মামলা রয়েছে।

এরইমধ্যে গত বছরের ১৩ মার্চ খিলগাঁও থানায় মামলা নং ৩৭/১৮৯, ১৩ নভেম্বর চাঁদপুর মডেল থানায় মামলা নং ১৩/১২, ৫ মে ঢাকার রমনা মডেল থানায় মামলা নং ১৪/২৫৬, এবং ৪ ডিসেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা নং ৬/৪৭৬।

এসব মামলায় তার বিরুদ্ধে কয়েকটি ওয়ারেন্ট জারি করা হলে আজ তাকে রঘুনাথপুর তার নিজ বাড়ি থেকে আটক করেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১১ মার্চ,২০১৯