Home / চাঁদপুর / চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

চাঁদপুরে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি,সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় ২৭তম জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহব্যাপি নানা কর্মসূচি নিয়ে বুধবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.মাসুদুল হাসান।

পৃথকভাবে জেলার বিভিন্ন উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো.মাসুদুল হাসান বলেন,‘ চাঁদপুর জেলায় ৫৭ হাজার ৩০৫ জন নিবন্ধিত জেলে রয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে নদ-নদী, পুকুর ও প্লাবন ভুমিতে জেলায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে ৯৯ হাজার ৯৮৭ মে.টন। এর মধ্যে ইলিশ উৎপাদন হয়েছে ৩৬ হাজার ৭শ’মেট্টিক টন।

হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহমুদ মোস্তফা বলেন, ‘হাজীগঞ্জ উপজেলায় ২০১৮ সালে ৭৬৬৮.৫১ মেট্টিক টন মাছ উৎপাদন হয়েছে। আগামি ২৩ জুলাই মূল্যয়ন সভা,সফল মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শেষ হবে।

বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো.তৌসিব উদ্দিন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন,ইকরাম চৌধুরী ও কাজী শাহাদাত। হাজীগঞ্জ উপজেলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুন্সী মোহাম্মদ মনির প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০১৯